January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 26th, 2023, 8:37 pm

কবে বিয়ে করছেন বাবর?

অনলাইন ডেস্ক :

ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে হঠাৎ করেই যেন বিয়ের ধুম পড়েছে। বিগত কয়েক মাসে বিয়ে করেছেন দুই দেশের কয়েকজন ক্রিকেট তারকা। ভারতের লোকেশ রাহুল, অক্ষর প্যাটেলদের সঙ্গে পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান আর হারিস রউফরা বসেছেন বিয়ের পিড়িতে। ভক্তদের অপেক্ষা এবার সময়ের অন্যতম সেরা তারকা পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের বিয়ের জন্য। বাবরের বিয়ে নিয়ে যেন ভক্তদের মধ্যে আগ্রহের কমতি নেই। চলমান পিএসএলের পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম নিজের বিয়ের ব্যাপারে প্রশ্নের সম্মুখীন হয়েছেন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে বাবরের কাছে এক সাংবাদিক প্রশ্ন করেন, মাথার চুল তো সাদা হতে শুরু করল! বিয়ে কবে করবেন তিনি। অত্যন্ত সুকৌশলে এই প্রশ্নের উত্তর দেন বাবর। তিনি বলেন, ‘এই সাদা চুল বয়সের কারণে হয়নি, আগে থেকেই রয়েছে। আর বিয়ে সময় হলেই হবে। আমি নিজেও সেই সময়ের অপেক্ষায় আছি, আপনাদেরও অপেক্ষা করা উচিত।’