অনলাইন ডেস্ক :
আগামী ২৮ ডিসেম্বর থেকে আবারও শুটিং শুরু হতে যাচ্ছে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের অনিশ্চিত চলচ্চিত্র ‘কমান্ডো’র। এর মাধ্যমে বাংলাদেশের ছবিতে প্রথমবারের মতো অভিনয় করেছেন টলিউডের দেব। ইতোমধ্যে দুই দফা সিনেমাটির দৃশ্যধারণ হয়েছে। এরপর দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে এবার জানা গেলো, শেষ কিস্তিটি ২৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। বিষয়টি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান বলেন, ‘ছবিটি নিয়ে অনেকেই গুজব ছড়িয়েছেন। বিষয়টিতে বেশ চটেছেন দেবও। তাই আমরা চাইছি এ বছরই ছবির বাকি অংশের কাজ শুরু করতে। আমাদের পরিকল্পনা হলো ২৮ ডিসেম্বর। তবে ছবিটির জন্য সরকার আমাদের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বাইরে শুটিংয়ের অনুমতি দিয়েছে। সেটা আরও পনেরো দিন বাড়িয়ে আমরা থাইল্যান্ডে যাবে। সে দেশের অনুমতি আমরা আগেই পেয়েছি।’ তিনি জানান, টানা দুই সপ্তাহে এর কাজ শেষ করা হবে। এতে অংশ নিতে ভারত থেকে দেব ও বাংলাদেশ থেকে জাহারা মিতু ব্যাংককে যাবেন। ছবির কেন্দ্রীয় চরিত্রে তারাই আছেন। এটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনী। ২০২০ সালের মার্চের মাঝামাঝি ভারতে শুরু হয়েছিল ‘কমান্ডো’ ছবির শুটিং। ১১ দিনের দৃশ্যধারণের পর করোনার বন্ধ হয়ে যায় এর কাজ। সে বছরেরই নভেম্বরে মাত্র ৪ দিনের জন্য আবারও ক্যামেরা ওপেন করা হয়। এরপর কয়েক দফায় পরিকল্পনা করা হলেও কলকাতার দেব ও বাংলাদেশের জাহারা মিতুর আর একসঙ্গে শুটিং করা হয়নি।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব