October 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 22nd, 2025, 6:10 pm

কমলগঞ্জের শমশেরনগর বাজারে রাস্তার সিসি ঢালাই কাজে অনিয়মের অভিযোগ

{"capture_mode":"AutoModule","faces":[]}

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কমলগঞ্জ উপজেলার জনগুরুত্বপূর্ণ শমশেরনগর লামাবাজার হতে আব্দুল মছব্বির একাডেমী রাস্তায় সিসি ঢালাই কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা হাটবাজার উন্নয়ন তহবিলের অর্থায়নে প্রকল্প কাজে ৩০২ ফুট রাস্তা সিসি ঢালাই কাজ সম্পন্ন করা হয়েছে। কাজ চলাকালীন সময়ে এলজিইডি প্রকৌশলী অফিসের উপসহকারী প্রকৌশলী উপস্থিত থাকার কথা থাকলেও কাউকে উপস্থিত থাকতে দেখা যায়নি। জানা যায়, শমশেরনগর লামাবাজার হতে আব্দুল মছব্বির একাডেমী ইটসলিং রাস্তায় ২০২৫-২৬ অর্থ বছরে ৩০২ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্তে রাস্তায় সিসি ঢালাই প্রকল্প কাজে ৪ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়। হাটবাজার উন্নয়ন তহবিল হতে বরাদ্দকৃত টাকায় প্রকল্পের কাজ বাস্তবায়ন করেন শমশেরনগর ইউনিয়ন পরিষদের সদস্য মো. ফজলুর রহমান (দিলদার) ও সানোংয়ার হোসেন। তবে এই কাজে অতি নিম্নমানের সামগ্রী দিয়ে এবং ইষ্টিমিট মোতাবেক কাজ না করে এবং উপজেলা এলজিইডি অফিসের কোন ইঞ্জিনিয়ার কিংবা সাব এসিসট্যান্ট ইঞ্জিনিয়ারের অনুপস্থিতিতে নামকাওয়াস্তে কোন রকমের ঢালাই কাজ দেখিয়ে অর্থ আত্মসাৎ করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ তুলেছেন।

শমশেরনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি এনামুল হক শামীম অভিযোগ করে বলেন, এই রাস্তার কাজে অনিয়ম বিষয়ে ইউএনও সাহেবকে অবহিত করা হয়েছে। পূর্বে অভিযোগ দেয়ার পর সাইনবোর্ডের পরিবর্তে কাগজের মধ্যে দেয়ালে সাইনবোর্ড টাঙ্গানো হয়েছে। এছাড়া নিম্নমানের সামগ্রী দিয়ে উপরে উপরে নামমাত্র কাজ করা হচ্ছে। এলজিইডি অফিসের উপসহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম আর্থিক সুবিধা গ্রহণ করে এভাবে যার যার ইচ্ছে মতো কাজ করাচ্ছেন।