পারভেজ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ অর্ধশতাধিক চা বাগানের শিক্ষার্থীকে ফুল, ক্রেস্ট ও সনদ প্রদানের মাধ্যমে সংবর্ধনা দিয়েছে চা জনগোষ্ঠী উন্নয়ন ফোরাম।
শুক্রবার (২২ আগস্ট) সকালে সংগঠনটির আয়োজনে উপজেলার মাধবপুর মণিপুরী ললিতকলা একাডেমির কনফারেন্স রুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
কমলগঞ্জ চা জনগোষ্ঠী উন্নয়ন ফোরামের সাংগঠনিক লিটন গঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হাবিবুর রহমান।
সংর্বধনা অনুষ্টানে জিয়ানা মাদ্রাজীর সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার মো: সালিক আহমেদ ভুঁইয়া, সাংবাদিক আসহাবুজ্জামান শাওন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো: আবাব মিয়া প্রমূখ।
সংগঠনের নেতৃবৃন্দরা জানান, উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়ন, মাধবপুর ও ইসলামপুর ইউনিয়নের চা বাগানের এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ অর্ধশতাধিক চা বাগানের শিক্ষার্থীকে ফুল, ক্রেস্ট ও সনদ প্রদানের মাধ্যমে সংবর্ধনা দিয়েছে সংগঠনটি। এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
এসময় সংগঠনের সদস্য সৌরভ বীন, ধীরেন বোনার্জী, সাব্বির রহমান, গোপাল মান্দ্রাজী, পদ্মাবতী দাস, প্রতি গঞ্জু, সাজিয়া বেগম, সঞ্জয় কৈরিসহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
পারভেজ আহমেদ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আরও পড়ুন
তিস্তা নদী রক্ষা আন্দোলন, নদীর তীরে মশাল প্রজ্জ্বলন তিস্তাপাড়ের লক্ষাখিক মানুষের
রংপুর জেলা মটর শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত
সখীপুরে আধুনিক চাষে প্রশিক্ষণ ও ফলদ চারা বিতরণ