November 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 9th, 2025, 6:55 pm

কমলগঞ্জে চা শ্রমিক নিয়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় মহসিন মিয়া মধু

কমলগঞ্জ( মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে চা জনগোষ্ঠীর সাথে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য, শ্রীমঙ্গল পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধুর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) বেলা ৩টার দিকে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের শ্রী গোবিন্দপুর চা বাগান মাঠে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাঠ ভর্তি হাজার হাজার চা শ্রমিকের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম নেতা ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধু।

এসময় আরো বক্তব্য রাখেন চা শ্রমিক ও ইউপি সদস্য দীপালী রেলি, ইউপি সদস্য মালতী বুনার্জী, ইউপি সদস্য বীনা রাণী দেব, প্রদীপ শীল, রাধেশ্যাম বাড়ই, রিয়াজ আহমেদ, প্রদীপ পাল, মহসিন মিয়া মধুর ছেলে মুরাদ হোসেন সুমন প্রমুখ।

এছাড়া এ সময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল- কমলগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মী সহ কয়েক হাজার চা শ্রমিক।

প্রধান অতিথির বক্তব্য মহসিন মিয়া মধু বলেন, চা বাগান মালিক শ্রমিকের শান্তি ও সম্প্রতির প্রার্থী হিসেবে মৌলভীবাজার ৪ আসনে নির্বাচন করতে চাই। চা শিল্প টিকিয়ে রাখতে শ্রমিক ও মালিক এক পরিবার হিসেবেই কাজ করতে হবে। আপনারা পাশে আছেন বলেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে কোন সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ ও চোরাকারবারি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আমাদের শ্রীমঙ্গল কমলগঞ্জকে শান্তিতে রাখতে হলে, আমাদের সম্প্রীতি অটুট রাখতে হলে সবাইকে এক হয়ে কাজ করে যেতে হবে। পাশাপাশি তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের  ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মহসিন মিয়া মধু।