October 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 24th, 2025, 5:47 pm

কমলগঞ্জে জনসাধারণের চলাচলের সরকারি রাস্তা জবর দখলের অভিযোগ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য টিকরপাড়া ও নোয়াগাঁও গ্রামের জনসাধারণের চলাচলের সরকারি রাস্তা জবর দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ও আওয়ামীলীগ নেতা রুস্তুম আলীর বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ তুলে গত ৯ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গ্রামবাসী লিখিত অভিযোগ দিয়েছেন।

গ্রামবাসী জানান, পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য টিকরপাড়া ও নোয়াগাঁও গ্রামের মধ্যদিয়ে প্রবাহিত সরকারি রেকর্ডভূক্ত রাস্তা বিদ্যমান রয়েছে। এই রাস্তা দিয়ে দুই গ্রামের প্রায় সহ¯্রাধিক জনসাধারণ চলাচল করেন। তবে জনসাধারণের চলাচলের সরকারি এই রাস্তা কেটে নিজের জমির সাথে সম্পৃক্ত করেছেন ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি রুস্তুম আলী। তিনি এলাকায় প্রভাবশালী ও আওয়ামীলীগ নেতা থাকার কারনে বিগত কয়েক বছরে এই রাস্তা কেটে দখলে নিয়েছেন। পতনঊষার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনসাধারণের চলাচলের রাস্তা উদ্ধারের চেষ্টা করেও রুস্তুম আলীর অসহযোগিতার কারনে ব্যর্থ হয়েছেন।

অভিযোগ করে গ্রামের জলিল মিয়া, গণি মিয়া, মখলিছ মিয়া, আপিজুন বেগম, চুমকি বেগম বলেন, রুস্তুম আলী প্রভাবশালী থাকার কারনে দীর্ঘদিন ধরে রাস্তা কেটে নিজের জমির সাথে সম্পৃক্ত করেছেন। ফলে আমরা গ্রামের লোকজন এখন রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছি না। বিষয়টি সমাধানের জন্য ইউনিয়ন চেয়ারম্যানের কাছে গেলে চেয়ারম্যান সাহেবের কথাও রুস্তুম আলী শুনতে রাজি হননি। পরবর্তীতে আমরা বাধ্য হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সরকারি রাস্তা উদ্ধারের জন্য লিখিত অভিযোগ দিয়েছি। রাস্তা দখলের অভিযোগ বিষয়ে রুস্তম আলী বলেন, আমার জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এ ব্যাপারে পতনঊষার