April 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 15th, 2025, 1:18 pm

কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

পারভেজ আহমেদ, কমলগঞ্জ, (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ বরণ করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি উদযাপিত হয়। পরে ‘এসো হে বৈশাখ’ গান গেয়ে পহেলা বৈশাখকে বরণ করে নেওয়া হয়। কর্মসূচিতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা অংশগ্রহণ করে।

দিবসের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সুত্রধর এর নেতৃত্বে উপজেলা পরিষদ এলাকা থেকে সকাল সাড়ে ১০টায় ‘বৈশাখী শোভাযাত্রা’ বের হয়ে শহর প্রদক্ষিণ করে উপজেলার পরিষদে গিয়ে সমবেত হয়।

শোভাযাত্রায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি.এম সাদিক আল সাফিন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সামছুন্নাহার পারভিন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, জনস্বাস্থ্য প্রকৌশলী সুজন আহমেদ, কৃষি কর্মকর্তা জয়েন্ত কুমার রায়, কমলগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান, কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, জেলা বিএনপি নেতা দুরুদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

পরে প্রশাসনের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ইউএনওসহ অন্যান্য অতিথিরা। এসময় বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনায় এসো হে বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।