July 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 23rd, 2025, 4:39 pm

কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা সাজ্জাদুর রহমান আর নেই

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

কমলগঞ্জ উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ক্যাপ: অব: সাজ্জাদুর রহমান (৮০) বার্ধক্যজনিত কারনে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। গত ২১ জুলাই সোমবার রাত সোয়া ৮টায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি…….রাজিউন)।

মৃত্যুকালে তিনি তিন পুত্র, তিন কন্যা ও নাতি, নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার বেলা ২ ঘটিকায় শমশেরনগর শিংরাউলী ইলেভেন স্টার মাঠে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর ও কমলগঞ্জ থানার ওসি মাহফুজুল কবিরের উপস্থিতিতে পুলিশ সদস্যরা রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করেন। এরপর বেলা ২.৩০ ঘটিকায় জানাযার নামাজ শেষে শিংরাউলী কবরস্থানে তাকে দাফন করা হয়।

সাজ্জাদুর রহমানের মৃত্যুতে মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, কমলগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক অলি আহমদ খান, কেন্দ্রিয় বিএনপি নেতা এড. আবেদ রাজা, কুলাউড়ার সাবেক সংসদ সদস্য এড. নওয়াব আলী আব্বাস খান, মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন আহমদ মধু সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।

জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ৭১ সনে যুদ্ধকালীন সময়ে ধলই সীমান্তে সিপাহী হামিদুর রহমানের সাথে রনাঙ্গনে লড়াকু সৈনিক ছিলেন। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান বিএনপি’র একজন নিবেদিত প্রাণ ছিলেন। তিনি এলাকায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কমলগঞ্জবাসী একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিকে হারিয়েছে।

 

পারভেজ আহমেদ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি