জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
‘নিঙোল চাকৌবা’ মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের একটি উৎসব। ভাইয়ের বাড়িতে বোনকে ভূরিভোজের আমন্ত্রণই এ উৎসব। মূলত ভাইফোঁটার সময় মণিপুরিদের ঐতিহ্যবাহী এ উৎসব পালিত হয়। বৃহস্পতিবার দিনব্যাপী মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামে এ উৎসব পালন করে মৈতৈ মণিপুরি সম্প্রদায়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও সিলেট বিভাগের তত্ত্বাবধায়ক প্রীতম দাস। অনুষ্টানের অওয়াতোবম সমরেন্দ্র সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক সামায়েল রহমান, সদস্য রতন দেব, রাসেল সিংহ, আব্দুল গনি, শ্রীমঙ্গল উপজেলার ৮নং কালীঘাট ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুস সত্তার, সাংবাদিক সালাহউদ্দিন শুভ ও আলমগীর আহমেদ প্রমুখ। উৎসবের শুরুতে অতিথিদের বরণ করে নেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রীতম দাস বলেন, আমাদের মধ্যে যে সর্ম্পক আছে সেটা খুবই সুন্দর। আমরা একে উপরের প্রতি খুবই আন্তরিক। সবাই এভাবে যেন সকলের পাশে থাকি। তিনি আরও বলেন, আমাদের মধ্যে চলমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সামাজিক ও সাংস্কৃতিক আদান-প্রদানের মাধ্যমে আরও দৃঢ় করতে হবে। অনুষ্ঠানে শতাধিক ভাইবোন’কে ভূরিভোজ করানো ও উপহার দেওয়া হয়। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মণিপুরি শিল্পীরা সংগীত পরিবেশন করেন। ‘নিঙোল চাকৌবা’ অর্থ ‘ভাই কর্তৃক বোন’ কে ভূরিভোজের আমন্ত্রণ জানানো। প্রতি বছর কার্তিক মাসে এটি হয়। এটি মণিপুরিদের ঐতিহ্যবাহী উৎসব। ভারতের মণিপুর রাজ্য ও বাংলাদেশে মণিপুরি অধ্যুষিত

আরও পড়ুন
ডিমলার বুড়িতিস্তা নদী খনন ঘিরে উত্তেজনা, আনসার ক্যাম্পে হামলা-ভাঙচুর
নাসিরনগর মৎস্য অধিদপ্তরের মাছচাষিদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া: সাপাহার উপজেলা বিএনপির শোক ও স্মৃতিচারণ সভা