August 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 16th, 2025, 7:25 pm

কমলগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত

পারভেজ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জে হিন্দু সম্প্রদায়ের শ্রেষ্ঠ অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গাবাড়ি প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্ধোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর। শোভাযাত্রায় হাজারো সনাতন ধর্মের নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রত্যুষ ধরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো: মাহফুজুল কবির, জেলা বিএনপির সদস্য দুরুদ মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন, ভানুগাছ পৌর বনিক সমিতির সহ সভাপতি কাজী মামুনুর রশীদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ দত্ত রেন্টু, সাধারণ সম্পাদক লিটন দত্ত, অর্জুন দেব,শিবদাস দেব শিবু, সঞ্জয় কান্তি দেব প্রমুখ।

শোভাযাত্রার মাধ্যমে সনাতনীরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি অটুট রাখার জন্য শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন।

 

 

পারভেজ আহমেদ

 

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: