October 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 22nd, 2025, 6:15 pm

কমলগঞ্জে ৭শত রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

প্রতি বছরের ন্যায় এ বছরও মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় মবশ্বির আলী চৌধুরী কল্যান ট্রাষ্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিএনএসবি মৌলভীবাজার চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবায় এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

এতে প্রায় ৭শত জন রোগীকে সেবা প্রদান করা হয়েছে। রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ সহ অনেক রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। তাছাড়া বাছাইকৃত ছানিপড়া রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর, মবশ্বির আলী চৌধুরী কল্যান ট্রাষ্ট ও মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী নুরুজ্জামান চৌধুরী রাসেল সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট লেখক গবেষক আহমদ সিরাজ, সহকারী প্রধান শিক্ষক মো. মশিউর রহমান চৌধুরী সহ সকল শিক্ষক বৃন্দ। চক্ষু শিবিরে সেচ্ছাসেবক হিসেবে উক্ত বিদ্যালয়ের ছাত্ররা দায়িত্ব পালন করেন।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নুরুজ্জামান চৌধুরী রাসেল বলেন, ‘আমরা গত কয়েক বছরই ধরেই বিনা মূল্যে মানুষদের চিকিৎসা সেবা দিয়ে আসছি। আজ প্রায় ৭শত মানুষকে চিকিৎসা সেবা দিয়েছি। তাছাড়া আমাদের স্কুলটা শুরু হওয়ার পর থেকেই আমরা শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে স্কুল ড্রেসসহ সব কিছু বহন করছি। ইনশাআল্লাহ আগামীতেও তা অব্যাহত থাকবে।