Thursday, December 25th, 2025, 5:50 pm

কমলগঞ্জ বাঘবাড়ি যুব ও ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

কমলগঞ্জ মাধবপুর ইউনিয়নে বাঘবাড়ি যুব ও ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ) সকাল ১১ টায় বাঘবাড়ি গ্রামের মণ্ডপে এ মেডিকেল ক্যাম্প হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধন করেন ইউপি সদস্য হাতিম মিয়া, সংগঠনের সভাপতি সত্যাবান সিংহ, উপদেষ্টা প্রবাস চন্দ্র সিংহ, সাবেক সভাপতি জ্যোতিময় সিংহ, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সেবা দানকারী ডাক্টার ছিলেন ডাঃ রাজেন্দ্র কুমার সিংহ, জেনারেল ফিজিশিয়ান, ডাঃ আশুতোষ সিংহ, শিশু রোগ বিশেষজ্ঞ, ডাঃ শরদিন্দু কান্তি সিনহা, ফার্মাকোলজি,ডাঃ সুশীল কুমার সিংহ, ডায়াবেটলজিস্ট ও শিশু পুষ্টি বিশেষজ্ঞ, ডাঃ পৃথা প্রজ্ঞা সিনহা,মুখ ও দন্ত রোগ।

ডাঃ শরদিন্দু কান্তি সিনহা আলাপকালে বলেন, আজকের আয়োজনে মানুষের সেবা করতে পেরে আনন্দিত।

চিকিৎসা নিতে আসা শরিফ মিয়া (৫৪) মারফা আক্তার (৩৫) বলেন, ঘরে কাছে এমন গুনী ডাক্টার দেখাতে পেরে অনেক ভালো লাগছে। প্রশান্তি সিনহা বলেন, নিজ গ্রামে এত সব ডাক্টারের চিকিৎসা সেবা প্রধান খুবই সুভাগ্যের।

চিকিৎসা প্রদান শেষে বাঘবাড়ি যুব ও ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে সেবাদানকরী ডাক্টারদের সম্মাননা প্রদান করা হয়।

সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে