April 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 25th, 2025, 3:35 pm

কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পারভেজ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার (২৪ মার্চ) কমলগঞ্জ স্মার্ট শপ ক্যাফেতে রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ এর সঞ্চালনায় ও পিন্টু দেবনাথ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এমএ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদ্দুজামান আলম, ইফতার মাহফিলের উপ কমিটির আহবায়ক আসহাবুজ্জান শাওন, সদস্য সচিব আশরাফ সিদ্দিকী পারভেজ, দৈনিক বাংলা জেলা প্রতিনিধি সালাউদ্দিন শুভ প্রমুখ।

এছাড়াও ইফতার দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল বাছিত, সাহাব উদ্দিন, জায়েদ আহমদ, রাজন আবেদিন, আরকে সৌমেন, সাইদুল ইসলাম, মো: কামরুজ্জামান, অজুর্ন নিধু, আব্দুল কাইয়ুম, মুমিন ইসলাম প্রমুখ।