September 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 17th, 2025, 8:43 pm

কমলা গাউনে ঝড় তুললেন জয়া

 

দুই বাংলার জনপ্রিয় ও নন্দিত অভিনেত্রী জয়া আহসান দীর্ঘদিন ধরে অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে আসছেন। তবে তিনি শুধু অভিনয়েই নয়, সামাজিক মাধ্যমেও নিয়মিত ভক্তদের মাতিয়ে রাখেন—কখনো বোল্ড লুকে, আবার কখনো ভিন্ন আঙ্গিকে।

গত মঙ্গলবার রাতে নতুন এক ফটোশুটে অংশ নেন জয়া। সেখানে কমলা রঙের ওয়ান-শোল্ডার স্লিম-ফিট গাউনে নানান ভঙ্গিমায় ধরা দেন তিনি। সেই ফটোশুটের ছয়টি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে।

জয়া ছবিগুলো একাধিক পোস্টে ভাগ করে শেয়ার করেন। একটি পোস্টে লিখেন, ‘ক্রিমসন অবেশন’। পাশাপাশি ট্যাগ করেন ‘সৌম্য সিংহ ফটোগ্রাফি’ ও ‘স্টাইল বাই সামিট’।

স্বাভাবিকভাবেই অনুরাগীদের প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী। কেউ মুগ্ধ হয়েছেন তার সৌন্দর্যে, আবার অনেকেই বিস্মিত হয়েছেন; বিশেষ করে তার কমলা গাউনটি সবার দৃষ্টি কেড়েছে সবচেয়ে বেশি।

এনএনবাংলা/