অনলাইন ডেস্ক :
জন্মগতভাবেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের শারীরিক উচ্চতা ও পেশি শক্তি অনেক বেশি। এ কারণে টি-টোয়েন্টিতে চার-ছক্কার ফুলঝুড়ি ছিটিয়ে রানের বন্যা বয়ে দিতে পারেন। বিশ্বব্যাপী ফ্রাঞ্জাইজি লিগগুলোতেও তাদের চাহিদা প্রবল। তাইতো টি-টোয়েন্টি সিরিজের আগে আলোচনায় ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগাররা বড় স্কোর করতে পারবে তো! তবে বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স বড় স্কোরের কথা চিন্তা না করে ভাবছেন, কীভাবে কম স্কোর করেও ম্যাচ জেতা যায়। সেভাবেই পরিকল্পনা সাজাচ্ছেন এই অস্ট্রেলিয়ান। মূলত বাংলাদেশের শক্তির অন্য দিক খুঁজে বের করার চেষ্টা করছেন তিনি। জেমি সিডন্স বলেন, ‘জাতি হিসেবে বাংলাদেশিরা দীর্ঘকায় নয়। জস বাটলার, গ্লেন ম্যাক্সওয়েলদের মতো ৬ ফুট ২ বা ৩ ইঞ্চি নয়। তবে আমাদের অন্য শক্তি আছে। খুব ভালো বোলিং আক্রমণ আছে। আমাদের অনেক রান ও বড় সংগ্রহ দাঁড় করাতে হবে। সিঙ্গেল নেওয়াটাও গুরুত্বপূর্ণ। অবশ্য পাওয়ার হিটিং ম্যাচ জেতাতে বড় ভূমিকা রাখে। যত বেশি বাউন্ডারি, তত জয়ের সম্ভাবনা, আমাদেরও সেদিকে মনোযোগ দিয়ে খেলতে হবে।’ জয়ের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘আমরা যদি অনেক চার মারতে ও সিঙ্গেল নিতে পারি এবং মাঝেমধ্যে ছক্কা হাঁকাতে পারি, তাহলে ভালো স্কোর জমা করা সম্ভব। বাকি কাজটা আমাদের বোলাররা সামলাতে পারবে। এভাবে খেললে পাহাড়সম রান করা লাগবে না।’
আরও পড়ুন
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল