December 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 2nd, 2025, 7:42 pm

কয়রায় দুই দিনব্যাপী আপসের টেকসই কৃষি বিষয়ক কর্মশালা

 

উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা ও জলাবদ্ধতা মোকাবিলায় টেকসই কৃষি প্রযুক্তি প্রচার এবং যুব উদ্যোক্তা তৈরি লক্ষ্যে আপস যুব সংগঠন আয়োজন করেছে দুই দিনব্যাপী ইকোফ্লট এগ্রোটেক কর্মশালা।

‎কর্মশালায় কয়রা উপজেলার সাতটি ইউনিয়ন থেকে প্রায় ৫০ জন যুবক ও যুবতী অংশগ্রহণ করেন। প্রথম দিনে ৩নং মহেশ্বরীপুরে স্থানীয় নারীদের নিয়ে কমিউনিটি ডায়লগ অনুষ্ঠিত হয়, যেখানে ভাসমান কৃষি প্রযুক্তির সম্ভাবনা, উদ্যোক্তা তৈরি এবং নেটওয়ার্ক গঠনের বিষয়গুলো আলোচনা করা হয়। দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় হাতে-কলমে ভাসমান কৃষি প্ল্যাটফর্ম তৈরির ওয়ার্কশপ, যেখানে অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ে প্রযুক্তি ব্যবহার, উপকরণ ব্যবহারের কৌশল এবং ফসল উৎপাদন প্রক্রিয়া শিখেছেন।

‎আপস যুব সংগঠন এর সভাপতি রেদওয়ানুল রুহান বলেন, “ইকোফ্লট এগ্রোটেক কর্মশালা স্থানীয় যুব ও নারীদের টেকসই কৃষি উদ্ভাবনে সম্পৃক্ত করছে এবং স্থানীয় কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টির নতুন পথ তৈরি করছে।”‎

‎এই কর্মশালাটি আয়োজন করা হয় গ্রীণ ভয়েস প্রকল্পের আওতায় বাস্তবায়ন করছে আপস যুব সংগঠন। যা উন্নয়ন সংস্থা দ্যা আর্থ এর সহযোগিতায় নেদারল্যান্ডস দূতাবাস এর অর্থায়নে এবং দ্যা এশিয়া ফাউন্ডেশন এর কনসোটিয়াম লিডে বাস্তবায়িত হচ্ছে।

‎উল্লেখ্য, “ইকোফ্লট এগ্রোটেক” প্রকল্পের লক্ষ্য লবণাক্ত ও জলাবদ্ধ এলাকায় ভাসমান কৃষি প্ল্যাটফর্ম তৈরি করা, যা জলবায়ু পরিবর্তনে অভিযোজিত টেকসই কৃষি ব্যবস্থার একটি উদ্ভাবনী মডেল।