খুলনা ব্যুরো:
কয়রা উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক দৈনিক নয়া দিগন্ত পত্রিকার কয়রা উপজেলা প্রতিনিধি মোঃ গােলাম রব্বানী ও প্রেসক্লাবের সদস্য দৈনিক জনবানী পত্রিকার কয়রা প্রতিনিধি মল্লিক আব্দুর রউফের নামে সাইবার সুরক্ষা আইনে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ জুলাই) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলীর পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মােস্তফা শফিকুল ইসলাম, কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শিক্ষক আব্দুর রউফ, শেখ কওছার আলম, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, প্রভাষক শহিদুল্যাহ শাহিন, শেখ জাহাঙ্গীর কবির টুলু, গাজী আব্দুস সালাম, শিক্ষক আবুল বাসার, মোঃ ফরহাদ হােসেন, শিক্ষক হাবিবুল্যাহ হাবিব, মিজানুর রহমান লিটন, আরিফুর রহমান আরিফ, শিক্ষক জিয়াউর রহমান ঝন্টু, ডিএম জাহিদুল ইসলাম, মোঃ ফারুক আজম, শিক্ষক দিপক কুমার মিস্ত্রি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। মামলা প্রত্যাহার করা না হলে সাংবাদিক সমাজের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসুচী ঘোষনা করা হবে বলে জানানো হয় ।
উল্লেখ্য এনসিপি নেতা আবু বক্কর সিদ্দীকির নামে আপত্তিকর ভিডিও সম্বলিত নিউজ পত্রিকার প্রকাশিত হওয়ায় গত ২৯ জুন কয়রা উপজেলা প্রেসক্লাবের ২ সাংবাদিকের নামে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন
নাসিরনগরে ৫০ জন সমাজভিত্তিক সংগঠনের সদস্যের মাঝে সাইলো বিতরণ
জয়পুরহাটে বিসিআইসি সার ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
খুলনায় নিমকো’র আয়োজনে গণমাধ্যমকর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা