September 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 20th, 2025, 4:49 pm

কয়রায় যুবদল নেতা আজহারুলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কয়রা সদর ইউনিয়ন যুবদল নেতা মোঃ আজহারুল ইসলামের উপর আওয়ামী সন্ত্রাসী কর্তৃক অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর)  বেলা ১১ টায় কয়রা সদর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

কয়রা সদরে বিক্ষোভ মিছিল শেষে তিন রাস্তার মোড়ে কয়রা সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক আহাদুর রহমান লিটনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কয়রা সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহবায়ক মোঃ আমিরুল ইসলাম, নুরুজ্জামান খোকা, যুবদল নেতা আকবার হোসেন, মোঃ ইব্রাহিম, মোঃ নুর হোসেন, আজহারুল ইসলাম, আবুল খায়ের, আঃ হাকিম, টুকুল হোসেন, নাসির উল্যাহ, ইসমাইল হোসেন, শরিফুল ইসলাম, আবুল হাসান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা না হলে আগামীতে কঠোর কর্মসুচী গ্রহন করা হবে। এ সময় বক্তরা এর সাথে জড়িত ব্যাক্তিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।