July 31, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 30th, 2025, 8:33 pm

কয়রায় যৌথ অভিযানে ৩২ কেজি হরিণের মাংস জব্দ

কয়রায় কোষ্টগার্ড ও বন বিভাগের যৌথ অভিযানে ৩২ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে উপজেলার পাতাখালী গ্রামে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় এ মাংস জব্দ করা হয়। তবে অভিযানের খবর জানতে পেরে চোরকারবারীরা পালিয়ে যায়। এসময় কাওকে আটক করা সম্ভাব হয়নি।

কোষ্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম -উল-হক  এক প্রেস বিজ্ঞপ্তিতে যানান,জব্দকৃত হরিণের মাংস সকল আলামত পরবর্তী  আইনানুক  ব্যবস্থা গ্রহনের জন্য কাশিয়াবাদ  ষ্টেশনের বজবজা বন  টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়। সুন্দরবনে বন্য প্রানী হত্যা ও পাঁচার রোধে কোষ্টগার্ডের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের কাশিয়াবাদ ষ্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন, সুন্দরবনে হরিণ শিকারীদের বিরুদ্ধে অভিযান অব্যহত রয়েছে। তবে এত বড় সুন্দরবনে বন বিভাগের একার পক্ষে এটি রক্ষা করা সম্ভব নয়। বন সংলগ্ন  স্থানীয় বাসিন্দাদের সচেতনতা বৃদ্ধি সহ সহযোগিতা করতে হবে। আমরা বন্যপ্রাণী শিকারে জড়িত ব্যক্তিদের তথ্যদাতাদের পুরস্কার দিচ্ছি। এতে আগের তুলনায় বন্যপ্রাণী স্বীকার কমছে। জব্দকৃত মাংস পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

 

মাসুম বিল্লাহ ইমরান

খুলনা ব্যুরো