November 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 8th, 2025, 5:41 pm

কয়েকটি জনবিচ্ছিন্ন দল সরকারকে ফাঁদে ফেলার চেষ্টা করছে-প্রিন্স

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ফেব্রুয়ারীর নির্বাচন বানচাল করাই একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য। নভেম্বরের ১১ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন একই সময়ে জমায়াত নেতাদের ঢাকার চেহারা পাল্টে দেয়ার হাঙ্কারে জনমনে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে নির্বাচন বানচালে তারা যুগপত আন্দোলন করছে কিনা।

তিনি আজ (০৭ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য মিছিল পূর্ব সমাবেবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

হালুয়াঘাট পৌর শহরের ডিএস আলীম মাদরাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত মিছিলটি ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার স্লোগানে মুখোরিত হয়ে এক পর্যায়ে নির্বাচনী মিছিলে পরিণত হয়।

মিছিল পূর্ব সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ, পচাত্তরের সিপাহী জনতার বিপ্লব এবং চব্বিশের ছাত্র গণ অভ্যুত্থান একই সূত্রে গাথা, এক ও অভিন্ন। দখলদার ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য ও সংহতি নিশ্চিত করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সু সংহত ও গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করাই মুক্তিযুদ্ধ, সিপাহী জনতার বিপ্লব এবং ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্খা।

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জন প্রতিনিধিদের মাধ্যমেই এই গণ আকাঙ্খা বাস্তবায়নের বিকল্প নাই। বিএনপি এই  গণ আকাঙ্খা বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। সরকার ও নির্বাচন কমিশনের প্রতি দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার আহবান জানিয়ে বলেন ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন না হলে দেশ মহা বিপর্যয়ের কবলে পড়বে, যার সম্পূর্ণ দায় সকারকে বহন করতে হবে। নির্বাচনের পথে কয়েকটি রাজনৈতিক দলের প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টার কথা উল্লেখ করে বলেন, বিএনপির পক্ষে জন জোয়ার দেখে তারা নন ইস্যুকে ইস্যু বানিয়ে নৈরাজ্য সৃষ্টি করে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে দেশকে আবার অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়। এতে সুযোগ নিয়ে পালাতক ফ্যসিবাদ আবার ফিরে আসবে। আওয়ামী ফ্যসিবাদকে ফিরিয়ে আনার চক্রান্ত হচ্ছে বলে জনমনে ধারণা জন্মেছে।

এসময় তিনি আরো বলেন, আওয়ামী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনা ও গণতন্ত্র ও গণ অভ্যুত্থানের আকাঙক্ষা ধ্বংস করার যে কোনো চক্রান্ত রুখে দিতে হবে। জনগণের প্রতি নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে বলেন, যেকোনো মূল্যে ফেরুয়ারিতেই নির্বাচন হতে হবে। তিনি ডক্টর মুহম্মদ ইউনুসের প্রতি নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, কয়েকটি জনবিচ্ছিন্ন ও বিতর্কিত দল সকারকে তাদের ফাঁদে ফেলার চেষ্টা করছে। তিনি প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণ ও রাজনৈতিক দলের কাছে প্রদত্ত ওয়াদা অনুযায়ী আগামী রমজানের আগেই নির্বাচন আয়োজনে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেয়ার আহবান জানিয়ে বলেন , বিএনপি সংস্কার চায় বলেই সরকারের সংস্কার উদ্যোগকে সহযোগিতা করেছে।

মিছিলে অন্যান্যের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলীসহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।