অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার তার বাজেট বক্তৃতায় ২০২৩-২৪ অর্থবছরের জন্য ব্যক্তিগত করদাতাদের জন্য বিদ্যমান ৩ লাখ টাকা থেকে করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব করেছেন।
তিনি ৬৫ বছরের বেশি বয়সী নারী ও প্রবীণ নাগরিকদের জন্য থ্রেশহোল্ড ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে ৪ লাখ টাকা করার প্রস্তাব করেন।
এছাড়া শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের করদাতাদের করমুক্ত আয়ের সীমা ৪ লাখ ৭৫ হাজার টাকায় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যা আগে ছিল যথাক্রমে ৪ লাখ ৫০ হাজার টাকা এবং ৩ লাখ ৫০ হাজার টাকা।
যুদ্ধাহত গেজেট মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়ের সীমা হবে ৫ লাখ টাকা, যা ৪ লাখ ৭৫ হাজার টাকা থেকে বেড়েছে।
কোম্পানি এবং স্থানীয় কর্তৃপক্ষ ব্যতীত সকল শ্রেণীর ব্যক্তিগত করদাতাদের জন্য প্রস্তাবিত করের হার এবং ট্যাক্স স্ল্যাবগুলো হলো: প্রথম ৩ লাখ ৫০ হাজার টাকার ওপর কোনো কর থাকবে না, পরবর্তী ১ লাখ টাকার ওপর ৫ শতাংশ কর; পরবর্তী ৩ লাখ টাকায় ১০ শতাংশ; পরবর্তী ৪ লাখ টাকায় ১৫ শতাংশ; পরবর্তী ৫ লাখ টাকার ওপর ২০ শতাংশ এবং মোট আয়ের ভারসাম্যের ওপর ২৫ শতাংশ আয়কর।
—ইউএনবি
আরও পড়ুন
মাসব্যাপী গণসংযোগ ও ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির ডাক জাগপা’র
দুদকের মামলায় আরও এক প্রতারক গ্রেফতার
প্রাণিস্বাস্থ্য নিশ্চিত করেই সম্ভব পুষ্টি ও খাদ্য নিরাপত্তা: ফরিদা আখতার