কোভিড -১৯ শনাক্ত হওয়ায় চীন থেকে ফিরে আসা চারজনকে আইসোলেশনে রাখা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) বিকালে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ ইউএনবিকে বলেন, ‘চার যাত্রীর মুখ লাল হওয়ায় তাদের অ্যান্টিজেন পরীক্ষা করা হয় এবং রিপোর্ট পজিটিভ আসে। পরে তাদের আইসোলেশনে রাখার জন্য মহাখালী ডিএনসিসি হাসপাতালে পাঠানো হয়।’
চীন ও ভারতসহ বিভিন্ন দেশে কোভিড-১৯ সংক্রমণের নতুন সাব-ভেরিয়েন্ট (ওমিক্রন বিএফ.৭) বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকার সকল বিমানবন্দর, স্থলবন্দর ও সারা দেশে নদী বন্দরে স্বাস্থ্য নির্দেশিকা বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে।
—-ইউএনবি
আরও পড়ুন
পাইকগাছা থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ
বিএনপির আগামী পথচলা হবে জনগণের সাথে ব্যারিষ্টার মোঃ কামাল উদ্দিন
কুড়িগ্রামে ৪ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে পল্লী বিদ্যুৎ কর্মীরা