December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 29th, 2022, 8:14 pm

করোনার ৪র্থ ধাপের জরুরি অবস্থার সময় বাড়িয়েছে পেরু

অনলাইন ডেস্ক :

পেরুতে মহামারি করোনার চতুর্থ ঢেউ ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার জরুরি অবস্থা সময় বাড়িয়েছে।

আগামী ১ আগস্ট থেকে আরও ২৮ দিনের জন্য জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

সরকারি সংবাদপত্র এল পেরুয়ানোর বলা হয় যে করোনার ফলে মানুষের জীবন ও স্বাস্থ্যকে প্রভাবিত করে এমন গুরুতর পরিস্থিতির কারণে জাতীয় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আট কোটি তিন লাখ ৩৬ হাজার ৭৫৩ জন করোনা টিকা জারি করেছে , এর মধ্যে ৬৮ দশমিক ৬ শতাংশ তৃতীয় ডোজের জন্য এবং ১৭ দশমিক চার শতাংশ চতুর্থ ডোজ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বৃহস্পতিবার পেরুতে ১৪ হাজার ১৮৬ জনের করোনা শনাক্ত এবং ৪১ জনের মৃত্যু হয়েছে। দেশেটিতে এই পর্যন্ত মোট ৩৮ লাখ ৭৩ হাজার ৭০২ জন করোনায় আক্রান্ত এবং দুই লাখ ১৪ হাজার ১২০ জনের মৃত্যু হয়েছে।