অনলাইন ডেস্ক :
২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। টুর্নামেন্টটিতে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে করোনা পরীক্ষা করেছিলেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়। তাতে ফল পজিটিভ আসে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত কিছু দিন কোয়ারেন্টিনে থাকবেন দ্রাবিড়। বিসিসিআই বিবৃতি বলেছে, ‘এশিয়া কাপের জন্য সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ার আগে নিয়মমাফিক পরীক্ষায় কভিড পজিটিভ হয়েছেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। বিসিসিআই মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে থাকবেন দ্রাবিড়। তাঁর হালকা উপসর্গ আছে। কভিড পরীক্ষায় নেগেটিভ হওয়ার সঙ্গে সঙ্গে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। ২৩ আগস্ট দলের বাকিরা আমিরাতে পৌঁছবে। ’২৮ আগস্ট পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। সেই মহারণের আগেই দ্রাবিড়কে দলে চাইবেন রোহিত শর্মারা। সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সফরে বিশ্রাম দেওয়া হয়েছিল দ্রাবিড়কে। তাঁর অবর্তমানে ভারতীয় দলের প্রধান কোচের ভূমিকা পালন করেছেন ভিভিএস লক্ষন।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর