January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 8th, 2022, 8:26 pm

করোনায় আক্রান্ত মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। পেলোসির মুখপাত্র ড্রু হ্যামিল বলেছেন, ৮২ বছর বয়সী ডেমোক্রেটিক নেতা ন্যান্সি পেলোসির স্থানীয় সময় গত বৃহস্পতিবার পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। তবে তার শরীরে করোনার কোন লক্ষণ দেখা যায়নি। তিনি জানান, স্পিকার করোনা টিকার পুরো ডোজ সম্পন্ন করেছেন। গত বুধবার একটি ডাক সংস্কার বিলে স্বাক্ষরের জন্য একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে প্রেসিডেন্ট জো বাইডেনের সংস্পর্শে আসেন তিনি। যদিও হোয়াইট হাউজের তরফে গত বৃহস্পতিবার জানানো হয়, প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখন পর্যন্ত শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৬৫৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৪০৯ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ কোটি ১৯ লাখ ৮৮ হাজার ২৭৮ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ১১ হাজার ৯৬ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন ৬ কোটি ৬২ লাখ ১৯ হাজার ৪৬ জন। শুক্রবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।