অনলাইন ডেস্ক :
ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কের মাঝে বিশ্বব্যাপী একদিনে সাড়ে পাঁচ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে সাড়ে ছয় হাজারের বেশি রোগীর।
মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বে পাঁচ লাখ ৫৩ হাজার ৪৪২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট সংক্রমণের সংখ্যা ২৬ কোটি ৬৪ লাখ ৯৯৬ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ভাইরাসে মারা গেছেন ৬ হাজার ৫৯০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৫২ লাখ ৬২ হাজার ১৩৪ জনে দাঁড়িয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৯২ লাখ ৭৮ হাজার ২৪২ জন এবং মৃত্যুবরণ করেছেন সাত লাখ ৮৯ হাজার ৭৪২ জন।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৫ হাজার ৭৪৪ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২১ লাখ ৪৭ হাজার ৪৭৬ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৬ লাখ ৪১ হাজার ৫৬১ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৭৩ হাজার ৫৩৭ জনে।
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
‘এইচএমপিভি’, নতুন ভাইরাস ছড়িয়ে পড়ছে যেভাবে