January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 9th, 2021, 12:06 pm

করোনায় আরও ৮ হাজারের বেশি মানুষের মৃত্যু, শনাক্ত বেড়েছে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কের মাঝে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আট হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে সাত লাখের বেশি মানুষের দেহে এ ভাইরাস শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বে সাত লাখ সাত হাজার ১৮৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট সংক্রমণের সংখ্যা ২৬ কোটি ৭৭ লাখ ৯৪ হাজার ৪৪৪ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ভাইরাসে মারা গেছেন আট হাজার ৩২৮ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৫২ লাখ ৭৮ হাজার ৮৮৬ জনে দাঁড়িয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৯৫ লাখ ৩৭ হাজার ১৭৫ জন এবং মৃত্যুবরণ করেছেন সাত লাখ ৯৩ হাজার ১৮৮ জন।

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৬ হাজার ২৫১ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২১ লাখ ৬৭ হাজার ৭৮১ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৬ লাখ ৫৬ হাজার ৮২২ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৭৩ হাজার ৯৫২ জনে।