অনলাইন ডেস্ক :
অতিসংক্রামক ওমিক্রনের বদৌলতে সৌদি আরবে করোনা আক্রান্তের হার দ্রুতই বাড়ছে। চলতি বছরের শুরু থেকে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। গত রোববার এক সংবাদ সম্মেলনে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. মোহাম্মদ আল-আবদ আল-আলাই বলেন, কোভিড-১৯ রোগ মোকাবিলা করতে গিয়ে আমাদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। লোকজনের করোনার পূর্ণ ডোজ ও বুস্টার নেওয়ার দরকার বলেও তিনি মন্তব্য করেন। এ ছাড়া নাগরিকদের ফেস মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া ও সামাজিকদূরত্ব বজায় রাখতে লোকজনের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি স্বাস্থ্যমুখপাত্র। গত রোববার সৌদিতে পাঁচ হাজার ৪৭৭ জনের করোনা পজিটিভ এসেছে। মারা গেছেন একজন। আল-আবদ আল-আলাই বলেন, সৌদিতে লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়ছে। যদিও গত বছরের তুলনায় এ বছর আশঙ্কাজনক রোগীর সংখ্যা উল্লেখযোগ্যহারে কম। টিকার কার্যকারিতার সুফল হিসেবে আক্রান্ত কমছে। করোনা প্রতিরোধে উপসাগরীয় দেশটিতে জাতীয়ভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। মহামারি শুরু হওয়ার পর লাখ লাখ লোককে সহায়তা করতে দেশজুড়ে বিভিন্ন পরীক্ষা ও চিকিৎসা কেন্দ্র বসানো হয়েছে। উপসর্গহীন, মৃদু উপসর্গ ও আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসাদের করোনা পরীক্ষা করতে কাতাদ কেন্দ্র স্থাপন করা হয়েছে। সৌদিতে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদেরও করোনার টিকা দেওয়া হয়েছে।
আরও পড়ুন
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি