December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, June 12th, 2021, 1:17 pm

ভারতে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু চার হাজার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

করোনায় বিপর্যস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ২ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৮৪ হাজার ৩৩২, যা গত ৭০ দিনের মধ্যে সর্বনিম্ন।

শনাক্তের হার ৪.৩৯ শতাংশ। এই নিয়ে গত ৫ দিন ধরেই ভারতে সংক্রমণের হার ৫ শতাংশের নীচে রয়েছে। শনিবার সকালে গত ২৪ ঘণ্টা অর্থ্যাৎ এক দিনের এই হিসেবে দিয়েছে এনডিটিভি অনলাইন সংস্করণ।

এর আগে শুক্রবার দেশটিতে দৈনিক মৃতের সংখ্যা ছিল ৩ ৪০৩ জন। ওইদিন শনাক্তের সংখ্যা ছিল ৯১ হাজার ৭০২ জন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৩ লাখ ৫৯ হাজার ১৫৫ জন। মৃত্যু পৌঁছেছে ৩ লাখ ৬৭ হাজার ৮১ জনে।

দেশে নতুন আক্রান্তের সংখ্যা থেকে সুস্থ বেশি হওয়ায় কমছে সক্রিয় রোগীর সংখ্যা। প্রায় একমাস ধরেই তা ধারাবাহিকভাবে কমছে। কমতে কমতে দেশে সক্রিয় রোগীর সংখ্যা এখন ১১ লাখের নীচে নেমেছে।

মে মাসে কিছু কম হলেও, জুনের শুরু থেকেই দেশটিতে গতি পেয়েছে করোনা টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় ভারতে টিকা পেয়েছেন ৩৪ লাখ ৩৩ হাজারেরও বেশি জন। এ নিয়ে ভারতে মোট টিকা দেওয়া হয়েছে ২৪ কোটি ৯৬ লাখেরও বেশি মানুষকে।