অনলাইন ডেস্ক :
গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৬ জেলায় ১০২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিক্যালেই মৃত্যু হয়েছে ১৯ জনের। এদের মধ্যে রাজশাহীর ১২ জন, নওগাঁর ২ জন, নাটোরের ২ জন, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, পাবনা ও চুয়াডাঙ্গার একজন করে মোট পাঁচজন মারা গেছেন। ১৯ জনের মধ্যে ৪ জন করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৬ জন। এ নিয়ে ৪০৫ শয্যার বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪৮৯ জন। রাজশাহী জেলায় শনাক্তের হার ২৯.০৩ শতাংশ।
আরও পড়ুন
হঠাৎ কক্সবাজারে পরীমণি! কাকে দিলেন সারপ্রাইজ?
রাশিয়া-ইউক্রেনের মধ্যে এই সপ্তাহেই চুক্তি হবে বলে আশাবাদী ট্রাম্প
রাজবাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু