December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 14th, 2021, 12:56 pm

করোনা ও উপসর্গ নিয়ে ১৬ জেলায় ১০৬ জনের মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে দেশের ১৬ জেলায় ১০৬ জনের মৃত্যু হয়েছে।

গেল ২৪ ঘন্টায় রাজশাহী মেডিক্যালে করোনা ওয়ার্ডে ২৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ১২ জন, পাবনা, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ৩ জন করে, নওগাঁর দু’জন এবং কুষ্টিয়া ও যশোরের একজন করে মারা গেছেন। এদের ৭ জনের করোনা পজেটিভ ছিলো বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

বরিশাল বিভাগে করোনা ও উপসর্গে প্রাণ গেছে ১৯ জনের। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যু হয়েছে ১৩ জনের। এরমধ্যে বরিশালের ৬, ঝালকাঠির ৪, পটুয়াখালীর ২ এবং বরগুনার একজন। বরিশাল মেডিক্যালে মৃত্যু হওয়া ১৯ জনের মধ্যে ৯ জন করোনা পজেটিভ ছিলো।