January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 11th, 2022, 7:52 pm

করোনা: চীনে এক শহরে ৫০ লাখ মানুষ লকডাউনে

অনলাইন ডেস্ক :

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য চীনের মধ্যাঞ্চলীয় শহর আনিয়াংয়ের ৫০ লাখ অধিবাসীকে বাড়িতে অবরুদ্ধ রাখা হয়েছে। নতুন লকডাউনের অধীনে তাদেরকে বাড়ি থেকে বের হওয়ায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ডিসেম্বরে সিয়ান শহরের এক কোটি ৩০ লাখ মানুষকেও লকডাউনের অধীনে রাখা হয়। ওদিকে পোল্যান্ডে প্রথমবারের মতো করোনায় মৃত্যু সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। এ ঘোষণা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী এডাম নিডজিলস্কি বেরসকারি প্রচার মাধ্যম টিভিএন২৪’কে বলেছেন, আমাদের কাছে আরেকটি কষ্টের দিন। কারণ, করোনায় মৃত্যু এক লাখ ছাড়ালো দেশ। অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা রেকর্ড ছুঁই ছুঁই করছে। হাসপাতালগুলোর বেশির ভাগ স্টাফ চলে গেছেন স্বেচ্ছায় আইসোলেশনে। তারা করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে গিয়েছিলেন। ফলে দেশটিতে হাসপাতালের ওপর বড় রকম চাপ সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৮৬,০০০। ভিক্টোরিয়া রাজ্যের প্রধানমন্ত্রী ডানিয়েল অ্যানড্রুজ ব্রিফিংয়ে বলেছেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ওপর বেশ চাপ পড়েছে। ভাইরাস প্রোটকলের কারণে প্রায় ৪০০০ হাসপাতাল ও ৪০০ এম্বুলেন্সের স্টাফ আইসোলেশনে আছেন। আগামী ১৫ই জানুয়ারি থেকে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলো থেকে যাওয়া ট্রানজিট যাত্রীদের জন্য হংকং আন্তর্জাতিক বিমানবন্দর নিষিদ্ধ করা হয়েছে। ব্লুমবার্গ নিউজ বলছে, এই নিষেধাজ্ঞা কূটনীতিক, সরকারি কর্মকর্তা, শীতকালীন অলিম্পিকে যোগ দেয়া অ্যাথলেট ও স্টাফদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আগামী ৪ঠা ফেব্রুয়ারি এই অলিম্পিক উন্মুক্ত হচ্ছে। এরইমধ্যে হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, ৫ বছরের বেশি বয়সী সব শিশুকে টিকা দেয়া শুরু হবে। মুখোমুখি বসে কিন্ডারগার্টেন ও প্রাথমিক স্কুলে ক্লাসও সাময়িক স্থগিত করেছেন তিনি। ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে নতুন করে করোনাভাইরাসের বিস্তার ইস্যুতে মুখে মাস্ক পরা নিয়ে নতুন গাইডলাইন বিবেচনা করছে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। সোমবার ওয়াশিংটন পোস্ট লিখেছে, স্বাস্থ্যকর্মীদেরকে উচ্চ সুরক্ষামূলক এন৯৫ অথবা কেএন৯৫ মাস্ক পরার পরামর্শ দিতে পারে সিডিসি।