যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের আক্রান্তের ছয় দিন পর করোনা পরীক্ষা করা পর ফলাফল নেগেটিভ আসে এবং মঙ্গলবার তাকে হোয়াইট হাউসে ফিরে যাওয়ার জন্য অনুমতি দেয়া হয়েছে।
কমলা হ্যারিসের প্রেস সেক্রেটারি কার্স্টেন অ্যালেন বলেছেন, গত সপ্তাহে হ্যারিসকে অ্যান্টিভাইরাল চিকিৎসা প্যাক্সলোভিড দেয়া হয়েছিল, তার দ্রুত অ্যান্টিজেন পরীক্ষায় করোনা নেগেটিভ আসে ৷
অ্যালেন বলেন, রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র অনুসারে হ্যারিস “অন্যের আশেপাশে থাকাকালীন ভালোভাবে মাস্ক পড়ে থাকবেন” করোন পরীক্ষায় পজেটিভের পর তাকে দশম দিন পর্যন্ত রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের নির্দেশিকা অনুসারে চলতে হবে।
রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রর নির্দেশ অনুসারে, কেউ করোনা আক্রান্ত হলে তাকে ছয় দিন আইসোলেশন থাকতে হয়। হোয়াইট হাউস সেই নির্দেশিকাগুলো মেনে চলছে, আক্রান্ত ব্যক্তিদের হোয়াইট হাউজে ফিরে যাওয়ার আগে করোনা পরীক্ষার করা হয় এরপর তাদের অনুমতি দেয়ার হয়।
আরও পড়ুন
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি
জাপানে টুনা মাছ বিক্রি হলো ১৩ লাখ ডলারে, এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ দাম
এক মিনিটেই ৫৭ চলন্ত পাখা জিভ দিয়ে থামিয়ে গিনেস রেকর্ড