চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পণ্যবাহী একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। রবিবার (১০ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে নগরীর সদরঘাটের কর্ণফুলী ড্রাই ডক এলাকায় এই জাহাজডুবির ঘটনা ঘটে।
তবে ডুবে যাওয়া জাহাজটির নাম এবং কি কারণে ডুবেছে তা নির্দিষ্ট করে কোনো তথ্য দেয়নি কোস্টগার্ড।
বিষয়টি নিশ্চিত করে সদরঘাট কোস্ট গার্ড কর্মকর্তা রতন খান জানান, জাহাজডুবির খবর পেয়ে আমাদের টিম জাহাজ উদ্ধারের কাজে নিয়োজিত রয়েছে। এখনো নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। তবে জাহাজে থাকা সবাই উদ্ধার হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী কর্ণফুলী এক্সপ্রেসের কর্মকর্তা মো. খাইরুল ইসলাম জানান, রাত পৌনে ১০টার দিকে পণ্য বোঝাই জাহাজটি ধীরে ধীরে ডুবে যেতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জাহাজের তলানী ফুটো হয়ে যাওয়ায় পানির নিচে তলিয়ে গেছে জাহাজটি। জাহাজটি কিসের জাহাজ নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে কালো রঙের জিনিস ছিলো জাহাজে। ডুবে যাওয়ার আগেই জাহাজে থাকা ৬/৭ জন ইঞ্জিল চালিত একটা বোটে উঠে যায় এবং একজন সাঁতার কেটে তীরে উঠেছে।
—ইউএনবি
আরও পড়ুন
দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন টিউলিপ সিদ্দিক
বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা আমাদের : ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী
কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে স্টার সিনেপ্লেক্সকে লিগ্যাল নোটিশ