January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 22nd, 2022, 8:53 pm

কর্ণফুলীতে ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে সাম্পান ডুবি, কিশোর নিখোঁজ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে যাত্রী বোঝাই সাম্পান উল্টে মো. সোহাগ (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।

শনিবার রাতে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ের মেরিন ফিশারিজ ঘাট থেকে নদীর উত্তর পাড়ে আসার সময় সাম্পানটি নদীতে নোঙর করে থাকা এফভি পারটেক্স-১ এর সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এ সময় যাত্রীরা সবাই সাঁতার কেটে উঠতে পারলেও, নদীতে ডুবে যায় কিশোর সোহাগ।

খবর পেয়ে রাতে তাৎক্ষনিক নৌ পুলিশ টিম ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালিয়ে ওই কিশোরে সন্ধান পায়নি। ফলে রবিবার দুপুর ১২টা থেকে ডুবুরি দল ফের নদীতে তল্লাশি অভিযান শুরু করেছে বলে জানান সদরঘাট নৌ থানার ওসি এবিএম মিজানুর রহমান।

তিনি বলেন, কিশোর সোহাগের বাড়ি কুমিল্লার লাকসামের কুলতি এলাকায়। তার বাবার নাম মো. করিম। সে বাবার সঙ্গে কর্ণফুলী এলাকা থেকে শহরে আসছিল। সাম্পান ডুবির খবর পেয়ে রাতে ফায়ার সার্ভিস ডুবরী টিম এবং আমরা যৌথভাবে তল্লাশি চালাই। কিন্তু নদীতে ভাটার টান থাকায় ছেলেটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। রবিবার আবার অভিযান শুরু করেছি।

—ইউএনবি