রাজধানীর কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটির দুটি স্বর্ণের দোকান থেকে প্রায় ৭০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।
শনিবার সকালে কর্মীরা কাজে এসে দোকানের তালা ভাঙা দেখতে পান। দোকানপাট বন্ধ থাকা চোরেরা চুরি করে পালিয়ে যায়।
রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ইউএনবিকে জানান, শপিংমলের চতুর্থ তলায় বেস্ট অ্যান্ড বেস্ট জুয়েলার্স ও মোহনা জুয়েলার্স নামে দুটি দোকানে এই চুরির ঘটনা ঘটে।
ওসি বলেন, ‘দুটি দোকান থেকে অন্তত ৭০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত হিসাব শেষে চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের সঠিক পরিমাণ বলা যাবে।’
চোরেরা তালা ভেঙে স্বর্ণ ও টাকা নিয়ে গেছে বলে দাবি করেছেন মালিকরা। তবে কত টাকা নিয়ে গেছে তার হিসাব বলতে পারেনি তারা।
জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছে এই পুলিশ কর্মকর্তা।
—ইউএনবি
আরও পড়ুন
আমাকে মিথ্যা আসামী বানিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির রায় দেয়া হয়েছিল
খুলনা শিপইয়ার্ড সড়কের কাজ দ্রুত সম্পন্নের দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন
সখীপুরে বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন তোলার অভিযোগ শিক্ষক দম্পতির বিরুদ্ধে