বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে সারা দেশে মোট এক হাজার ৩৪জন শ্রমিক কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মারা গেছেন এবং এক হাজার ৩৭ জন আহত হয়েছেন।
সোমবার ২০২১ সালের তুলনায় গত বছর হতাহতের ঘটনা ২ শতাংশ কমেছে।
এতে বলা হয়, কর্মক্ষেত্রে ‘দমনের’ কারণে মোট ১৩৫ জন শ্রমিক মারা গেছেন এবং ১৫৫ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিকদের অসন্তোষের ১৯৬টি ঘটনা ঘটেছে এবং এর মধ্যে ১১৫টি পোশাক খাতে ছিল।
২০২২ সালের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে বিআইএলএস জরিপ প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৪৯৯ জন নিহত বা ৪৮ শতাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে পরিবহন খাতে, যা একক খাত হিসেবে সর্বোচ্চ।
—ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী