অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক কোম্পানি কর ফাঁকি মামলায় দোষী সাব্যস্ত হয়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার নিউইয়র্কের একটি আদালতে ট্রাম্প করপোরেশন এবং ট্রাম্প পেরোল করপোরেশন নামে দুই কোম্পানিকে কর ফাঁকি ও ঘুষ দেয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করে। বুধবার (৭ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের কোম্পানির বিরুদ্ধে কর ফাঁকি ও কর্মকর্তাদের ঘুষ দেয়ার অভিযোগের প্রমাণ পেয়েছে তদন্তকারী কর্মকর্তারা। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় অভিযুক্ত কোম্পানিটিকে জরিমানা করে চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। ডোনাল্ড ট্রাম্প বা তার পরিবারকে ব্যক্তিগতভাবে এ মামলায় অভিযুক্ত করা হয়নি। দোষী সাব্যস্ত হওয়ায় ট্রাম্প অর্গানাইজেশনকে ১৬ লাখ ডলার জরিমানা করা হতে পারে। এদিকে মামলার রায়ে হতাশা প্রকাশ করেছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানান, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।ট্রাম্প অর্গানাইজেশন বিশ্বব্যাপী আবাসন, হোটেল, গলফ কোর্সের ব্যবসা পরিচালনা করে। ট্রাম্পের ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘ক্ষতিপূরণ অঙ্ক’ গোপন করার অভিযোগ আনা হয়েছে। ট্রাম্প করপোরেশন এবং ট্রাম্প পেরোল কর্পোরেশনের বিরুদ্ধে কর ফাঁকির ১৭টি অভিযোগ রয়েছে। নিউইয়র্ক স্টেট কোর্টের বিচারপতি জুয়ান মারচান এ বিচার প্রক্রিয়াটি দেখছেন। আগামী বছরের ৩ জানুয়ারি মামলার চূড়ান্ত রায় দেয়ার দিন ধার্য করেছেন তিনি।
আরও পড়ুন
দায়িত্ব নিয়েই নির্বাহী আদেশের ঝড় তোলার প্রতিশ্রুতি ট্রাম্পের
যুক্তরাজ্যে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জন্য দোয়া
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত : বিজেপি নেতা