অনলাইন ডেস্ক :
কর বাড়ানো, মূল্যস্ফীতি ও রাষ্ট্রীয় নিপীড়নের প্রতিবাদে কেনিয়ায় রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষে ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আনাদুলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দেশটির পুলিশের এব বিবৃতিতে মৃতের সংখ্যা নিশ্চিত করেছে। তাদের দাবী, বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে ওঠে এবং লুটতরাজ চালায়। এ ছাড়া অবকাঠামোর ক্ষতি করে তারা। আজিমিও লা উমোজা-ওয়ান কেনিয়া কোয়ালিশন পার্টির প্রধান বিরোধী নেতা রাইলা ওডিঙ্গা জীবনযাত্রার উচ্চ ব্যয় এবং পেট্রোলিয়াম পণ্যের উপর সাম্প্রতিক কর আরোপের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছিলেন। দেশটির নাগরিকরা ইতোমধ্যে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সাথে মানিয়ে নিতে সংগ্রাম করছে। হতাশা থেকে অনেক সাধারণ মানুষ এই বিক্ষোভে অংশ নেয়।
গত মঙ্গলবার পুলিশ বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে জড়ো হন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারী এবং আইন প্রয়োগকারী কর্মীদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় এবং সংঘর্ষ ঘটে। খবরে বলা হয়েছে, পুলিশ বিক্ষোভকারীদের উপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। ওডিঙ্গা সংঘর্ষের সময় বিক্ষোভকারীদের ওপর হামলা চালানোর জন্য পুলিশকে দায়ী করেছে।
আরও পড়ুন
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি
জাপানে টুনা মাছ বিক্রি হলো ১৩ লাখ ডলারে, এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ দাম