অনলাইন ডেস্ক :
ঈদুল আজহায় মুক্তি পায় ‘লাল শাড়ি’ সিনেমাটি। এর মধ্যদিয়ে অপু বিশ্বাস ও সায়মন সাদিকের জুটিকে প্রথমবার দেখলো ঢাকাই সিনেমার দর্শকরা। দেশের গন্ডি পেরিয়ে ওপার বাংলা কলকাতায় দেখানো হলো ‘লাল শাড়ি’। কলকাতায় পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন নন্দনে দেখানো হয় সিনেমাটি। যেখানে উপস্থিত ছিলেন নায়ক সায়মন সাদিক। ‘লাল শাড়ি’ দেখে হল থেকে বেরিয়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিওতে সায়মনের অভিনয়ের প্রশংসা করতে দেখা গেছে অনেক দর্শককে। আর এতে বেশ আপ্লুত এই চিত্রনায়ক। এরইমধ্যে কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন সায়মন সাদিক। আর এই অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, ‘কলকাতায় এবারের অভিজ্ঞতা আমাকে মুগ্ধ করেছে। সেখানকার কেউ আমাকে চেনে না।
শুধু সিনেমায় আমার অভিনয় দেখে তারা যেভাবে আমাকে গ্রহণ করেছেন তা আমাকে অনেক সম্মানিত করেছে। আর শিল্পীদের প্রতি তাদের শ্রদ্ধাবোধ অবাক করার মতো।’ সরকারি অনুদানের পাশাপাশি অপু বিশ্বাস নিজের প্রযোজনা প্রতিষ্ঠান জয় অপু প্রডাকশনের ব্যানারে নির্মিত প্রথম ছবি ‘লাল শাড়ি’। সাইমন-অপু ছাড়াও এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সুদি দোয়েল প্রমুখ।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত