January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 2nd, 2023, 7:54 pm

কলকাতার ‘উনিশে এপ্রিল’-এ শুভ

অনলাইন ডেস্ক :

কলকাতা শহরে সত্তরের দশকে সংঘটিত সুরূপা গুহর মৃত্যুরহস্য ছিল একটি আলোচিত ঘটনা। সেই মৃত্যু রহস্য নিয়ে কলকাতায় নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘উনিশে এপ্রিল’। অরিন্দম শীল নির্মিত আট পর্বের থ্রিলার ঘরানার এ সিরিজে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে আরিফিন শুভ বলেন, ‘আগে এ ধরনের চরিত্রে কাজের সুযোগ হয়নি আমার। গল্প বেজড কাজটিতে একেবারে ভিন্ন ধরনের চরিত্র। এটি আমার জন্য দারুণ একটি কাজ হয়েছে।’

এছাড়া আরিফিন শুভ প্রসঙ্গে কলকাতার নির্মাতা অরিন্দম শীল বলেন, ‘শুভর সঙ্গে অনেক দিন ধরে কাজ করার ইচ্ছা। শুভও চাচ্ছিল আমরা একটা কাজ করব। কাজটি করার জন্য আমি তাকে ফোন করেছিলাম, সঙ্গে সঙ্গে সে রাজি হয়ে যায়। পরে শুনেছি, সে অন্য একটি সিনেমার শুটিং পিছিয়ে আমার এই কাজের শিডিউল দিয়েছে। সে আমার অনেক আদরের। মিষ্টি একটি ছেলে, অনেক ফ্রেন্ডলিও। চুপচাপ কাজ করে। প্রচন্ড মেথড অ্যাক্টর সে। মাথা দিয়ে কাজ করতে চায়। তার সঙ্গে কাজ করে ভালো লাগল।’

জানা যায় ,কলকাতার বিভিন্ন লোকেশনে টানা বিশ দিন শুটিং শেষ করে দেশে ফিরেছেন শুভ। সিরিজটিতে একজন শিক্ষাবিদের চরিত্রে দেখা যাবে তাকে। এমন চরিত্রে তাকে আগে দেখা যায়নি। বছর পাঁচেক আগে একই নির্মাতার ‘বালি ঘর’ নামে একটি ছবিতে কাজ করার কথা ছিল শুভর। কিন্তু নানা কারণে সেসময় ছবিটি আর হয়নি। এরপর তিনি কলকাতায় ‘আহারে’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন। অভিনেতা বলেন, ‘বালি ঘর না হলেও তার সঙ্গে আমার যোগাযোগ ছিল। কলকাতায় গেলে দেখা হতো, আড্ডা হতো। দারুণ একজন মানুষ। তার সঙ্গে কাজ করতে গিয়ে একবারও মনে হয়নি আমি ঢাকাতে নাই। কাজের সময় খুব আরাম করে কাজ করেন তিনি।’ ‘উনিশে এপ্রিল’-সিরিজটিতে শুভর সঙ্গে অভিনয় করেছেন অরুণিমা ঘোষ ও সৌরসেনী। চলতি মাসের শেষ দিকে একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিরিজটি।