অনলাইন ডেস্ক :
কলকাতার জনপ্রিয় টিভি সিরিয়ালের কল্যাণে এ দেশের দর্শকের কাছে জনপ্রিয় ঋষি কৌশিক। বিশেষ করে ‘এখানে আকাশ নীল’, ‘ইষ্টি কুটুম’, ‘মুখোশ মানুষ’র মতো সিরিয়ালে অভিনয় করে বাংলাদেশের দর্শকের পরিচিতি পেয়েছেন। এবার তার বিপরীতে অভিনয় করলেন গায়িকা পড়শী। তবে নতুন কোনো গান বা গানের ভিডিওতে নয়, পড়শী অভিনয় করেছেন নাটকে। সাজিন আহমেদ বাবুর রচনা ও পরিচালনায় এর নাম ‘মারিয়া ওয়ান পিস’। এ প্রসঙ্গে পড়শী বলেন, ‘এর আগেও অভিনয় করেছি। তবে এবারই প্রথম নাটকের প্রধান নারী চরিত্রে অভিনয় করলাম। তাও ওপার বাংলার জনপ্রিয় অভিনেতার বিপরীতে। আশা করছি দর্শকরা ভালোভাবে গ্রহণ করবেন।’ নাটকটিতে অভিনয়ের আগে পড়শী শামীম আহমদে রনীর ‘মেন্টাল’ সিনেমায় অভিনয় করেন শাকিব খানের সঙ্গে। ‘মারিয়া ওয়ান পিস’ নাটকে আরও অভিনয় করেছেন- কাজী উজ্জ্বল, মম শিউলি, সামিয়া নাহি, তানহা তাবাসউম প্রিয়াঙ্কা ও মধু তালুকদার। আরটিভির ঈদের আয়োজনে এটি প্রচারিত হবে।
আরও পড়ুন
অপু বিশ্বাসকে ‘পল্টিবাজ’ বলে কটাক্ষ করলেন পরীমণি
আজ অমর নায়ক সালমান শাহ’র ২৯তম মৃত্যুবার্ষিকী
নব্বই দশকের গানের গল্প নিয়ে ‘নাইনটিজ মিউজিক স্টোরি’