January 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 11th, 2023, 8:20 pm

কলকাতার জার্সি গায়ে অনুশীলনে লিটন

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন লিটন দাস। দলে যোগ দেওয়ার পর মঙ্গলবার প্রথমবার কলকাতার জার্সি গায়ে অনুশীলন করেছেন বাংলাদেশি এই ব্যাটার। দলে যোগ দেওয়ার আগে থেকেই লিটনকে নিয়ে বেশ উচ্ছ্বাস দেখায় কলকাতা। লিটনের সব আপডেট সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করে কলকাতা। লিটনের প্রথমবার অনুশীলনে যোগ দেওয়ার ছবি অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে কলকাতা। সেখানে তারা লিখেছে, ‘কেকেআর রংয়ে প্রথমবার!’ দেশের খেলা শেসে আইপিএল খেলতে রোববার দেশ ছাড়েন লিটন। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমি জানি না ওখানে গিয়ে খেলব কি না এবং খেললে ভালো খেলব কি না এটার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু এটা একটা শেখার প্রক্রিয়া। অবশ্যই আমি ২০-২৫ দিন যে কয়দিনই থাকব, সবগুলো মাঠ সম্পর্কে ধারণা নেওয়ার। ভবিষ্যতে কাজে দেবে।’