অনলাইন ডেস্ক :
কলকাতা পুরসভায় আবারও মেয়র হচ্ছেন ফিরহাদ হাকিম। পাশাপাশি কলকাতা পুরসভার চেয়ারম্যান করা হচ্ছে মালা রায়কে। ডেপুটি মেয়র হিসেবে বেছে নেয়া হয়েছে অতীন ঘোষকে। মেয়র পরিষদ পদে রইলেন ১৩ জন। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে তৃণমূলের বৈঠকে দলটির নেত্রী ও পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘোষণা দেন। এক বক্তব্যে মমতা তৃণমূলের জয়ী কাউন্সিলরদের পাশাপাশি অন্য দল থেকে জয়ী কাউন্সিলরদেরও অভিনন্দন জানান। এর পরই তিনি মেয়র পদে ঘোষণা করেন ফিরহাদ হাকিমের নাম। মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করব। মুখ্যমন্ত্রী আমার উপর যে দায়িত্ব ও আস্থা রেখেছেন, তার মর্যাদা দেয়ার আপ্রাণ চেষ্টা করব।’ গত ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার পুরনির্বাচন ছিল। ২১ ডিসেম্বর ঘোষণা হয় ফল। সেই ফলে ব্যাপক ভোটে জয় পেয়েছেন তৃণমূলের প্রার্থীরা। কলকাতা পুরসভার ১৩৪টি ওয়ার্ডেই তৃণমূলের জয়কার। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সব জয়ী কাউন্সিলারদের নিয়ে বৈঠকে বসেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক থেকেই সর্বসম্মতিক্রমে কলকাতা পুরসভার মেয়র হিসাবে ফিরহাদ হাকিমের নাম ঘোষণা করেন তিনি। পাশাপাশি ডেপুটি মেয়র এবং চেয়ারপার্সন হিসাবেও দায়িত্ব অতিন ঘোষ এবং মালা রায়কে বুঝিয়ে দেন তৃণমূল নেত্রী। ১৩ জন মেয়র পারিষদের নাম অন্যদিকে এই বৈঠক থেকেই মেয়র পারিষদদের নাম ঘোষণা করেন। কলকাতা পুরসভার নির্দিষ্ট নিয়মে কাউন্সিলার এবং মেয়র পদে শপথ হলেও কাউন্সিলারদের কাজ করার বার্তা বেঁধে দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আগামী রোববারের মধ্যে শহরে লাগানো সব ব্যানার, পোস্টার খুলে ফেলতে হবে। একই সঙ্গে রাস্তাঘাট পরিস্কার থেকে সব কাজ করার নির্দেশ দেন তিনি। এবার ৪০ জন নতুন কাউন্সিলার জিতে এসেছেন। মমতা বলেন, ‘কথা কম কাজ বেশি’ নীতিতে সবাইকে এগোতে হবে।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩