ভারতের কলকাতার একটি গেস্ট হাউজে আগুন লেগে এক বাংলাদেশি নারী নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।
শনিবার ভোর ৪টায় শহরের মির্জা গালিব স্ট্রিটের গেস্ট হাউজের দ্বিতীয় তলায় রিসিপশন থেকে আগুনের সূত্রপাত হয় এবং শিগগিরই তা আরও ১১টি কক্ষ ছড়িয়ে পড়ে।
নিহত নারী হলেন- শামিমাতুল বেগম (৬০)।
কলকাতা পুলিশের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানান, ‘অগ্নিকাণ্ডের সময় গেস্টহাউসে ২৮ জন বাংলাদেশি নাগরিক অবস্থান করছিলেন। আগুনে বৃদ্ধ নারী মারা গেলেও অন্য দুই বাংলাদেশি নাগরিককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
কলকাতা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১১টি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে বলেও জানান তিনি।
এই কর্মকর্তা বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ভয়াবহ আগুনের সূত্রপাত বলে মনে হচ্ছে। তবে এ ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে এবং দপ্তর থেকে গেস্টহাউসটির অগ্নি-নিরাপত্তা ক্লিয়ারেন্স ছিল কি না তাও পরীক্ষা করে দেখব।’
—ইউএনবি
আরও পড়ুন
ইউক্রেনকে আর সহায়তা করবে না যুক্তরাষ্ট্র: সুলিভান
টিউলিপের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস
ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ দুই নেতার মধ্যে প্রথম বৈঠক করবেন