May 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 4th, 2025, 5:18 pm

কলাপাড়ায় মানব পাচার রোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: ০৪ মে পটুয়াখালীর কলাপাড়ায় মানবপাচার রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক ,সাংবাদিক, ধর্মীয় ও স্থানীয়  সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। রবিবার বেলা ১১ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এনশিয়র প্রটেকশন এন্ড জাস্টিস থ্রো ইন্টিগ্রেটেড এপ্রোচ (ইপজিয়া) প্রকল্পের উদ্যোগে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর আয়োজন করে। প্রকল্পের প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও সংঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন, শিক্ষক মিলন চন্দ্র হাওলাদার, সাংবাদিক ওমর ফারুক, পুরোহিত মিহির চক্রবর্তী, চার্চ লিডার এ্যালবার্ট শোভন বিশ্বাস, কাজী সাখাওয়াত হোসেন, ইউপি সদস্য মো.হামিদুল ইসলাম প্রমুখ।

বক্তরা মানবপাচার রোধে করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন।