জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া) :
পটুয়াখালীর কলাপাড়ায় ডাকত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছে মো.মনিরুল ইসলাম ওরফে মনির (৩৮), মো.নুর নবী খান। সোমবার সকালে খুলনার লবনচোড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। মনির বরগুনা জেলার গৌরিচন্না এলাকার মৃত খায়রুল ইসলামের ছেলে। এছাড়া নুর নবী পিরোজপুর জেলার মঠবড়িয়ার শাখারীকাঠি এলাকার আব্দুল হাকিম খানের ছেলে। তারা গত ২৫ জুন কলাপাড়া উপজেলার নিলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আবদুর রব হাওলাদারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত ছিলো বলে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, গ্রেফতারকৃতদের মঙ্গলবার সকালে আদলতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন
সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আদালতে নিজেদের নির্দোষ দাবি নাসির-তামিমার
চানখারপুলে হত্যা : চার আসামি ট্রাইব্যুনালে, অভিযোগ গঠন আজ