জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া) :
পটুয়াখালীর কলাপাড়ায় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মো.শহিদ (৪২), মো.জাকির হোসেন মোল্লা (২৭)। রবিবার রাতে মহিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মৎস্য বন্দর আলীপুর ও কুয়াকাটা থেকে এদের গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে এক কেজি ১২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারা মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিক্তিতে পৃথক দু’টি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসায়ি মো.শহিদ মৎস্য বন্দর আলীপুরের নুরু মাঝী ওরফে নুরু মোল্লার ছেলে ও মো. জাকির হোসেন মোল্লা কুয়াকাটা পৌরসভার মেলাপাড়া মহল্লার মো.মোতাচ্ছের মোল্লার ছেলে।
মহিপুর থানার ওসি মো.আবুল খায়ের জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দু’টি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী