January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 14th, 2023, 4:30 pm

কলাপাড়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া):

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা, ওয়াটারকিপার্স বাংলাদেশ, কলাপাড়া প্রেসক্লাব ও আমরা কলাপাড়া বাসী সংগঠন যৌথভাবে এ কর্মসূচি আয়োজন করে। মঙ্গলবার বেলা ১১ টায় প্রেসক্লাব চত্বরে আন্ধারমানিক নদীর দখল-দূষণ প্রতিরোধে মানববন্ধন করেন তারা। প্রায় ঘন্টা ব্যাপী কর্মসূচি বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, বাপা কলাপাড়া আঞ্চলিক শাখার যুগ্ম আহ্বায়ক পৌর কাউন্সিলর মনোয়ারা বেগম, আলহাজ অ্যাডভোকেট একেএম দেলোয়ার হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, বাপা সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, পরিবেশ কর্মী কামাল হাসান রনি, মো. আল ইমরান প্রমুখ।