অনলাইন ডেস্ক :
দক্ষিণ আফ্রিকার দেশ মোজাম্বিকের উত্তর উপকূলে নৌকা ডুবে ৯০ জনেরও বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে বলেও জানা গেছে। নিহতরা সবাই কলেরা মহামারী থেকে বাঁচতে মাছ ধরার ছোট নৌকায় করে লুঙ্গা থেকে মোজাম্বিক দ্বীপে যাচ্ছিল। সে সময়ই এই নৌকাডুবির ঘটনা ঘটে। সোমবার (৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। নামপুলা প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, মাছ ধরার নৌকাটিতে ১৩০ জন যাত্রী ছিল। তারা নাম্পুলা প্রদেশের একটি দ্বীপে যাওয়ার জন্য নৌকাটিতে উঠেছিল। তাদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।
নামপুলা প্রদেশের সেক্রেটারি অফ স্টেট জেইম নেটো জানান, ‘নৌকাতে অতিরিক্ত যাত্রী নেওয়া হয়েছিল এবং এটি যাত্রী বহনের জন্য অনুপযুক্ত হয়ে পড়েছিল। তাই এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়। গত বছরের জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে কলেরার প্রাদুর্ভাবের কারণে নামপুলা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের সংস্থা ইউনিসেফ জানিয়েছে, কলেরার বর্তমান প্রাদুর্ভাব গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে খারাপভাবে ছড়াচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে, সরকারি হিসেবে শুধুমাত্র মোজাম্বিকেই ১৩ হাজার ৭০০ জন আক্রান্ত এবং ৩০ জনের মৃত্যুর খবর জানা গেছে।
আরও পড়ুন
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে খামেনি
বিমানে ২০০ জনকে সীমান্তে আনলো ভারত, টার্গেট বাংলাদেশে ‘পুশইন’
নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা ইলন মাস্কের